মুম্বাইতে আমি যে এলাকায় থাকি তা অত্যন্ত ব্যস্ত ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের ওপর । হাইওয়ের অন্য পারে যে ফ্ল্যাটবাড়িগুলো আছে সেখানে প্রায়ই ময়াল সাপ আর চিতাবাঘ দেখতে পাওয়া যায় ! চিতাবাঘগুলো পশ কলোনির সাজানো বারান্দায় ঢুকে দিনের বেলাতেও ছায়ায় গা এলিয়ে দিয়ে বসে থাকে। কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কেনার সময়ে কেউ কি আঁচ করতে পেরেছিলেন যে বাড়তি আনন্দ আর আত্ঙ্ক হিসেবে ময়াল আর চিতাবাঘ পাবেন ?