বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১১

শ্যামল গঙ্গোপাধ্যায় ও আমার উপন্যাস 'ডুবজলে যেটুকু প্রশ্বাস'

আমার উপন্যাস 'ডুবজলে যেটুকু প্রশ্বাস' শ্যামল গঙ্গোপাধ্যায় যোগারড় করে পড়েছিলেন। তাতে বর্ণিত ঘটনাগুলো থেকে সংবাদ তৈরি করার উদ্দেশ্যে উনি একদিন হঠাৎ দাদার বাড়িতে আমার সঙ্গে দেখা করার জন্য হাজির। লাল টিশার্ট পরে।আজকাল পত্রিকার সম্পাদক ওনাকে বইটিতে বর্ণিত গোলমালগুলো অনুসন্ধান করে সংবাদ তৈরি করার অনুরোধ জানিয়েছিলেন। ওনারা ভেবেছিলেন উপন্যাসের মতনই বেশ সেনসেশানাল খবর তৈরি করা যাবে।আমার কাছে তথ্য না পেয়ে উনি দাদাকে ধরলেন, সূত্র পাবার আশায়। দাদা ওনাকে পাটনার বদলে পাঠিয়ে দিলেন বাঙ্গালোর। শ্যামল গঙ্গোপাধ্যায় চলে গেলেন বাঙ্গালোর। বেশ কিছুকাল পর দাদার বাসায় এসে বলেছিলেন, সমীর তো আমার ওষুধটাই আমার ওপর প্রয়োগ করল!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন