ইজরায়েলে একটি কুকুর ( হাউন্ড ) হঠাৎ আদালত চত্বরে ঢুকে পড়েছিল। ইহুদি ধর্মগুরুরা আদেশ দিয়েছেন যে কুকুরটাকে ঢিল ছুঁড়ে মেরে ফেলা হোক। তাঁরা মনে করেন যে কুকুরটা আসলে একজন উকিলের আত্মা ; উকিল ভদ্রলোক ছিলেন একজন সেকুলার মানুষ।ইহুদিরা নাকি কুকুরদের ভালো চোখে দেখে না।
রবিবার, ১৯ জুন, ২০১১
শুক্রবার, ১৭ জুন, ২০১১
মহিলাদের গাড়ি চালাবার স্বাধীনতা
সউদি আরবে মহিলাদের গাড়ি চালানো নিষিদ্ধ ! প্রতিবাদ হিসাবে বেশ কয়েকজন মহিলা গাড়ি চালিয়েছেন রাজপথে।এশিয়া-আফরিকার ঘিঞ্জি অলিগলিতে যখন মহিলারা দিব্বি গাড়ি চালাচ্ছেন তখন সউদি আরবের প্রশস্ত রাজপথে মহিলারা কেন গাড়ি চালাতে পারবেন না, বুঝতে পারলুম না। সারা আরব জুড়ে মানুষ চাইছে ফুরফুরে স্বাধীনতা । আশা করা যায় সউদি আরবে মহিলারা গাড়ি চালাবার সরকারি অনুমতি পাবেন।
লেবেলসমূহ:
আরব দেশ,
স্বাধীনতার ফুরফুরে আমেজ
শনিবার, ১১ জুন, ২০১১
ইনটারনেটে স্বাধীনতা
ইনটারনেটে স্বাধীনতার ব্যাপারে এসটোনিয়া ১ম, ভারতবর্ষ ১৪তম, যখন কিনা নাইজেরিয়া ১৩তম। কিউবায় ইনটারনেটে স্বাধীনতা আছে, কিন্তু সার্ভারকে এমন স্লো করে রাখা যে গুগল সার্চ বোতাম টিপলে এক ঘন্টায় খোলে। ব্লগ পোস্ট করতে চাইলে সকালেরটা বিকালে পোস্ট হয়। আরব দেশগুলোয় অবশ্য কোনও স্বাধীনতা নেই; একেবারেই নেই ইরানে।
ফেসবুকে ইংরেজিতে লেখবার কেরামতি
অনেকেই দেখি ফেসবুকে ইংরেজিতে নিজেদের মতামত প্রকাশ করার চেষ্টা করেন, এবং বেশ ভুল ইংরেজিতে। বাংলাদেশ এবং পশ্চিমবাংলায় একটা গোটা প্রজন্ম ইংরেজি-ইল্লিটারেট, সরকারি বাহাদুরির কারণে। তবুও দেখা যায় ইংরেজির ব্যবহার। তাঁদের বললেও শোনেন না । তাঁরা এত অজ্ঞ যে ভুল লিখছেন তাও টের পান না।
বুধবার, ৮ জুন, ২০১১
বাবা রামদেব
বাবা রামদেবকে রাজনীতিক মেটেরিয়াল বলা যায় না। রামলীলা ময়দান থেকে যেভাবে তিনি মঞ্চ থেকে লাফ দিয়ে, মহিলাদের চুড়িদার পরে গ্রেপ্তারি এড়াবার চেষ্টা করলেন, তিনি একেবারেই প্রতিবাদী রাজনীতিক হবার অযোগ্য। তাঁর উচিত ছিল গ্রেপ্তার হবার জন্য এগিয়ে যাওয়া।
মঙ্গলবার, ৭ জুন, ২০১১
কালো টাকা
ভারতের নাগরিক সমাজ কালো টাকার মালিকদের জেলে পাঠাবার জন্য চেষ্টা করছেন। রাজনীতিকরা স্বভাবতই ক্ষিপ্ত। আমার তো মনে হয় ভারতে খুব কম রাজনীতিকই আছেন যিনি বিদেশে কালো টাকা লুকিয়ে রাখেননি। এমনকি অশিক্ষিত রাজনীতিকরাও বিদেশে গিয়ে কালো টাকার অ্যাকাউন্ট খুলে ফেলেছেন।
সোমবার, ৬ জুন, ২০১১
জেমস জয়েস
জেমস জয়েস সম্পর্কে একটা দীর্ঘ প্রন্ধ লিখেছিলুম 'কবিতীর্থ' পত্রিকায়। লেখার সময়ে মগজে কখনও সেই সব পাঠকের কথা আসেনি, যাদের কাছ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে টেলিফোন পাচ্ছি।
লেখাটা স্নাতকোত্তর ছাত্রদের কাজে লেগেছে ! অর্থাৎ কলেজপাঠ্য হয়ে উঠেছে লেখাটা। সবাই জানাচ্ছেন যে তাঁরা কোনো বোধগম্য বই পাচ্ছিলেন না এতদিন।
লেখাটা স্নাতকোত্তর ছাত্রদের কাজে লেগেছে ! অর্থাৎ কলেজপাঠ্য হয়ে উঠেছে লেখাটা। সবাই জানাচ্ছেন যে তাঁরা কোনো বোধগম্য বই পাচ্ছিলেন না এতদিন।
শনিবার, ৪ জুন, ২০১১
বৃষ্টি
আজকে থেকে বৃষ্টি পড়া শুরু হল। বৃষ্টিতে জঘন্য হয়ে ওঠে শহর। তবুও বৃষ্টি পড়লে ভালো লাগে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)