মহারাষ্ট্রের বিড জেলাশহরে এক ডাক্তার দম্পতি মেয়ে-ভ্রুণ খালাস করার ব্যবসা চালাচ্ছিলেন। এটি একটি মারাঠা-অধ্যুষিত এলাকা । পাশের রাজ্য কর্ণাটক আর অন্ধ্র থেকেও পোয়াতিদের নিয়ে আসতেন স্বামী-শ্বশুর । প্রতিদিন পঁচিশটির বেশি ভ্রুণ হত্যা করা হতো। কিন্তু পোয়াতির পরিবার তো আর খালাস-করা ভ্রুণ সঙ্গে নিয়ে যাবেন না । অন্যত্র ফেলাও যায় না সেগুলো । ডাক্তার দম্পতি তাই দেড় ডজন কুকুর পুষেছিলেন। খালাসকরা ভ্রুণগুলো কুকুরগুলোকে খাওয়ানো হত ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন