রাষ্ট্রের কি করে ধর্ম হয়, এটা আমি বুঝে উঠতে পারিনি। তাহলে তো হাওয়া, আলো, কুকুর, বিড়াল, জল, অন্ধকার, শবদেহ, বাঁশঝাড়, পুকুরের পানা, গাছের ছায়া ইত্যাদি সবকিছুরই ধর্ম হয়, নয়কি ? মানে, মানুষ যাকে ধর্ম বলে মনে করে সেই বস্তুটি। যে-কয়টা রাষ্ট্র একটা ধর্মকে বাছাই করে রাষ্ট্রধর্ম করে ফেলেছে, দেখা যাচ্ছে ধর্ম ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে সেই রাষ্ট্রের 'লায়াবিলিটি'; ওই ধর্মটিই শেষাবধি ডুবিয়েছে রাষ্ট্রটিকে এবং অশেষ দুঃখ এনেছে সেখানকার লোকেদের জীবনে।
বৃহস্পতিবার, ২৬ মে, ২০১১
রাষ্ট্রধর্ম
বুধবার, ২৫ মে, ২০১১
সুপার ৩০
বিহারে প্রতি বছর বিভিন্ন ধর্মের নিম্নবর্গীয় গরিব তিরিশজন ছাত্রছাত্রীকে বাছাই করে শিক্ষণ শিবির হয় যাতে তারা আইআইটি-জেইই পরীক্ষায় সফল হতে পারে। প্রায় সবাই সফল হয় । পশ্চিমবঙ্গে কি এই একই ধরনের কাজ শুরু করা যায় না ? কোনো শিক্ষাবিদকে বিহারে পাঠিয়ে সম্পূর্ণ প্রক্রিয়াটা জেনে এসে পশ্চিমবঙ্গেও শুরু করা হোক না। বহু গরিব পরিবার তো বুদ্ধিমান ছেলেমেয়েদের তৈরিই করতে পারে না পরীক্ষাটির জন্য, টাকা-পয়সা ও গাইডেন্সের অভাবে।
লেবেলসমূহ:
পশ্চিমবঙ্গের গরিব ছাত্রছাত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়ের তারুণ্য
সিপিএম-এর বুড়ো অশক্ত জীর্ণ কুঁজো মন্ত্রীদের তুলনায় মমতার ক্যাবিনেটের সদস্যদের বেশ তরতাজা মনে হল। সিপিএম হেরে গিয়ে এবার যদি ফেরে তাহলে নিঃসন্দেহে তরতাজাদের দেখা মিলবে। বস্তুত সিপিএম-এর হেরে যাবার একটা কারণ এই বুড়োহাবড়াদের দল।দলতন্ত্রের উৎসও এই বৃদ্ধেরা, কেননা তাঁরা তো নিজেরা তেমন দৌড়ঝাঁপ করতে অপারগ; সব কাজ ছেড়ে দিয়েছিলেন তলাকার লোকেদের। কিন্তু সেখানেও তো সেই একই বুড়োর দল। তাই শেষ পর্যন্ত ভরাডুবি।
মঙ্গলবার, ২৪ মে, ২০১১
অতিযৌনতা !
আই এম এফ এর কর্তা ডোমিনিক স্ট্রস কান তাঁর অতিযৌনতার কারণে পায়ে ইলেকট্রনিক বেড়ি পরে গৃহবন্দি। এখন মামলা চলবে। কিছু পুরুষ এই ধরনের অতিযৌনতায় কেন আক্রান্ত হয় ব্যাখ্যা পাওয়া কঠিন। কোনো যুবতীকে দেখলেই তার লিবিডো উদ্বেল হয়ে ওঠে, এবং তৎক্ষণাৎ সঙ্গম করে ফেলবার ঢেউ ওঠে লিঙ্গে। ইউরোপে বহু দেশে সরকার অনুমোদিত যৌনকর্মীদের বাড়ি আছে; তবুও দেখি অতিযৌনতায় আক্রান্ত ধনী ইউরোপীয়রা যেকোনো তরুণি সামনে পেলেই তাকে ধর্ষণ করতে চান। যাঁরা এই গোলমালে ভোগেন তাঁরা দেখি প্রায় সকলেই সেলিব্রিটি। সেলিব্রিটি হবার সঙ্গে মনে হয় অতিযৌনতার যোগ আছে। নারীরাও কী এই ধরণের অতিযৌনতায় ভোগেন ?
মোঙ্গোলরা যেন সবাই সুন্দরী
ভুটানের রাজকুমার বিয়ে করতে চলেছেন। আমার কেমন যেন মনে হয় যে মোঙ্গোলয়েড যুবতীরা প্রায় সবাই সুন্দরী। ত্বকের সমস্যা নেই; সকলের ত্বকই একই রঙের। মুখশ্রীও আকর্ষক। আমার জামাইয়ের ভাই বিয়ে করেছে একজন চিনা মহিলাকে। চিন থেকে যে তরুণিরা তার বিয়েতে এসেছিলেন তাদের সবাইকে মনে হয়েছিল সুন্দরী। তাদের অনুরোধে মেহেদি লাগাবার লোক ডেকে উত্তর ভারতীয় কনেদের মতো তাদেরও মেহেদি লাগাবার ব্যবস্হা হয়েছিল। ডি.জে যখন বলিউডি গান বাজানো আরম্ভ করল তখন তাদের উদ্দাম নৃত্য দেখার মতো ছিল।
সিঙ্গাপুর, থাইল্যান্ড আর মালয়েশিয়াতেও দেখেছি মোঙ্গোলয়েড তরুণি, খ্রিস্টধর্মী বা মুসলমান, কিন্তু সবাই সুন্দরী।
সিঙ্গাপুর, থাইল্যান্ড আর মালয়েশিয়াতেও দেখেছি মোঙ্গোলয়েড তরুণি, খ্রিস্টধর্মী বা মুসলমান, কিন্তু সবাই সুন্দরী।
সোমবার, ২৩ মে, ২০১১
মারাঠি কবি অরুণ কোলাতকারের পার্শি স্ত্রী
যে বাড়িতে অরুণ কোলাতকার থাকতেন, প্রভাদেবীর সেই এলাকা দিয়ে যেতে-যেতে দেখলুম একেবারে বদলে গেছে জায়গাটা; যাকে বলে গগনচুম্বী, সেরকম বাড়ি উঠে গেছে, চেনার উপায় নেই যে কোন গলির মধ্যে একটা একরুমের বাসায় উনি সস্ত্রীক থাকতেন।
ওনার বাড়িতে গেছি কয়েকবার। ওনার পার্শি স্ত্রী নানা রকমের রান্না করে রাখতেন।আমরা খেতুম মেঝেতে বসে। খাটের তলায় রাখা খাবার চৌকি টেনে বের করে খাওয়া হতো।
জানি না ওনার স্ত্রী এখন কোথায়। হিন্দুর যদি পার্শি স্ত্রী হয় তাহলে মুম্বাইয়ের পার্শি সমাজ তাকে একঘরে করে দেয়। ওনারা তাই বাচ্চা চাননি, ভবিষ্যতে তাকে বিপদে পড়তে হবে আঁচ করে।কোলাতকারের স্ত্রী ঘরে একটা বাতিদান রেখেছিলেন, যাতে চব্বিশঘন্টা সলতে জ্বলত। জলেতে তেল দিয়ে জ্বালিয়ে রাখতেন আগুনশিখা।
এলাকাটা দিয়ে যেতে-যেতে মন খারাপ হয়ে গেল।
ওনার বাড়িতে গেছি কয়েকবার। ওনার পার্শি স্ত্রী নানা রকমের রান্না করে রাখতেন।আমরা খেতুম মেঝেতে বসে। খাটের তলায় রাখা খাবার চৌকি টেনে বের করে খাওয়া হতো।
জানি না ওনার স্ত্রী এখন কোথায়। হিন্দুর যদি পার্শি স্ত্রী হয় তাহলে মুম্বাইয়ের পার্শি সমাজ তাকে একঘরে করে দেয়। ওনারা তাই বাচ্চা চাননি, ভবিষ্যতে তাকে বিপদে পড়তে হবে আঁচ করে।কোলাতকারের স্ত্রী ঘরে একটা বাতিদান রেখেছিলেন, যাতে চব্বিশঘন্টা সলতে জ্বলত। জলেতে তেল দিয়ে জ্বালিয়ে রাখতেন আগুনশিখা।
এলাকাটা দিয়ে যেতে-যেতে মন খারাপ হয়ে গেল।
মঙ্গলবার, ১৭ মে, ২০১১
৩৪ বছর পর একদিন
হেরে গেল বামফ্রন্ট। এবং , সম্ভবত বামফ্রন্ট জিতিয়ে দিল তৃণমূলকে। জনগণ হাত জোড় করে বসে আছেন। কী হবে ? আমার মনে হয় নীতিশ কুমার যখন পেরেছেন তখন মমতাও পারবেন। তবে নীতিশ কুমার সঠিক আই এ এস অফিসার নির্বাচন করেছেন ; আই এ এসদের মধ্যে বহু বিহারি আছে। মমতা কোথা থেকে আনবেন তাঁর আই এ এসদের ? প্রাথমিকস্তরে ইংরেজি তুলে দেবার ফলে এবং স্কুল কলেজগুলো পার্টির নিম্নমেধার দলচারীদের দখলে চলে যাওয়ায়, পশ্চিমবঙ্গে সফল আই এ এস নগণ্য। যাহোক, হেরে যাবার দরুণ বামপন্হীদের ভাবনাচিন্তায় মনে হয় ফলপ্রসূ রদবদল আসবে।
বুধবার, ১১ মে, ২০১১
সংবাদপত্রহীন বা মিডিয়াহীন সমাজ
প্রিন্ট ও বৈদ্যুতিন মাধ্যমে এমন অভ্যস্ত হয়ে গেছি যে খবর ছাড়া বেশ অসুবিধা হয় দেখি। সিরিয়া, লিবিয়া, টিউনিসিয়া, মিশর ইত্যাদি দেশগুলোয় খবর ছিল সরকারি নিয়ন্ত্রণে । আমাদের সমাজে সরকারি নিয়ন্ত্রণে মিডিয়া থাকলে শ্বাসরুদ্ধ হয়ে উঠবে সবাই, এমনকি যাঁরা নিরক্ষর তাঁরাও। আরবদেশের জনগণ যে বিরক্ত হয়ে উঠেছেন তার কারণ ওই শ্বাসরুদ্ধকর সমাজব্যবস্হা।
রবিবার, ৮ মে, ২০১১
STAR বা তারকা
ফিল্মে যারা অভিনয় করে তাদের বলা হয় তারকা। এই তারকা শব্দটার মানে বুঝতে পারলুম না। কেননা যারা পর্নো ফিল্মে অভিনয় করে তাদেরো বলা হয় পর্নস্টার বা পরনোতারকা। বঙ্গসংস্কৃতিতে কি পরনোতারকার আবির্ভাব হয়েছে? মালায়ালি সংস্কৃতিতে হয়েছে দেখতে পাই।
HOT বা হট
Hot ! এই শব্দটির বাংলা কী ? বিভিন্ন গ্লসি পত্রিকায় এবং পেজ থ্রির খবরে দেখি নায়ক বা নায়িকা বা পোশাক বা গান বা সঙ্গীতকে বলা হচ্ছে হট । কিন্তু হট বললে আমার মগজে কিছুই পোঁছোচ্ছে না। বয়সের সঙ্গে শীতল হয়ে গেছি বলেই হয়তো।
শুক্রবার, ৬ মে, ২০১১
ম্যাসাজ এবং মালিশ
ম্যাসাজ ব্যাপারটা যে মালিশ নয় তা থাইল্যান্ডে গিয়ে টের পেলুম, ম্যাসাজ করিয়ে। যে মেয়ে দুটি ম্যাসাজ করছিল, তাদের মতে ম্যাসাজ ব্যাপারটা ভারতবর্ষ থেকে থাইল্যান্ডে গিয়েছিল, বৌদ্ধ পরিব্রাজকদের সঙ্গে। কিন্তু মালিশ যে কি করে ম্যাসাজের চেহারা নিল তা এক রহস্য!
বুধবার, ৪ মে, ২০১১
আবসাঁথ
নেদারল্যান্ডসে গিয়ে প্রধান প্রাপ্তি ছিল আবসাঁথ পান। রেঁবো, বদল্যার প্রমুখ কবিরা, তাঁদের জীবনীকারদের মতে, আবসাঁথ খেয়ে যে ঘোরের মধ্যে চলে যেতেন, তাতে কবিতা লেখার জন্য এক অজানা জগত খুলে যেত ওনাদের মগজে।
আমার বিহারি ঠররা, কলকাতিয়া ধেনো বা বাংলা, বা লখনভি সোমরস খাওয়া মগজে বিশেষ কোনো তারতম্য পেলুম না। তার চেয়ে এল এস ডি খেয়ে বা নেপালে চরস খেয়ে বরং মগজ খোলতাই হয়েছিল।
আমার বিহারি ঠররা, কলকাতিয়া ধেনো বা বাংলা, বা লখনভি সোমরস খাওয়া মগজে বিশেষ কোনো তারতম্য পেলুম না। তার চেয়ে এল এস ডি খেয়ে বা নেপালে চরস খেয়ে বরং মগজ খোলতাই হয়েছিল।
নাইটফল বা স্বপ্নদোষ
মোহনদাস করমচন্দ গান্ধি সত্তর বছর বয়সে ঘটা ওনার স্বপ্নদোষ সম্পর্কে মানসিক দুর্ভোগের কথা লিখে গেছেন। আমি তো সত্তর পেরিয়েছি। শেষ স্বপ্নদোষ ঘটেছিল চল্লিশ বছরেরও আগে। বাঙালি লেখক বা মনীষীরা কেউ নিজেদের স্বপ্নদোষ সম্পর্কে লেখেননি কেন ? বাঙালি মনীষীরা তাহলে কি কূপমন্ডুক নাকি ইংরেজিতে যাকে বলে 'প্রুড' ?
সোমবার, ২ মে, ২০১১
ওসামা বিন লাদেন
ওসামা বিন লাদেন লোপাট হলেন।কিন্তু তাতে কি 'মৌলবাদ' ফিকে হবে ? কিছু মানুষ কেন 'মৌলবাদী' হয়ে ওঠেন ? আমার কাছে এই প্রশ্নের উত্তর নেই।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)