মলয় রায়চৌধুরী
আড়াই প্যাঁচের পরে যে নাচ নাচি
চুবড়ি খুলে নাচায়, আমি নাচি আড়াই প্যাঁচে
দ্বিতীয় চামড়ার মতন ঘামে ভিজে নাচি
বৃষ্টিতে ঘাসেরা যেমন দমবন্ধ নাচে
তেমন আকাশের বরফ থেকে বিদ্যুৎরা নাচে
চুবড়ির মধ্যে আমি ঝাঁপাই আড়াই প্যাঁচে
আমাকে নাচতে দেখে আমার রক্ত দেখে
কিছু-কিছু হাসিতে ভয় লুকিয়ে রাখিস তোরা
মগজে তুষার ঝরে, মুণ্ডু-ছাড়া কাঁধ নাচাই
ঘড়ির কাঁটাও পেছনপানে ঘোরে
অনেকে বলে নাচুনে কেমনধারা লোক রে
আড়াই প্যাঁচ খেয়েও চোখ নাচায় ঠ্যাং নাচায়
স্বরবর্ণ বাদ দিয়ে হাসে, তাও পিত্তি-ওঠা কালচে
ডানা ঝাপটাই আর নাচি, চুবড়িটাকে নাচাই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন