সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮

বাংলার ত্রস্ত্য নীলিমা

মলয় রায়চৌধুরী
বাংলার ত্রস্ত্য নীলিমা
সোনালি ডানার চিল নাই আর, কাঁদেও না, এখন কেবল
সারাদিন ডিজেল আকাশ জুড়ে শকুনেরা পাক খায়
আপনার দেখা সেই সব বধুরাও নেই ; তারা সব ধর্ষিত হয়ে
ধানসিড়ি নদীতীরে লাশ হয়ে আছে । উবে গেছে ব্রাহ্মধর্ম--
গাঁয়ে ও শহরে যখন তখন দাঙ্গা লেগে যায়, লাশ পড়ে থাকে ।
আমিও আপনার মতো মিশতে পারি না হায় সবায়ের সাথে
মনে হয়ে বিশ্বাস করার মতো কিছু নেই, কেউ নেই
বাংলার ত্রস্ত্য নীলিমা ছেড়ে  আত্মনির্বাসন আজ ভালো মনে হয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন