রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১১

শিশুদের সঙ্গে খেলা

সবায়ের করে কিনা জানি না, আমার তো বাচ্চাদের সঙ্গে খেলতে ভালো লাগে। নাতনিরা বিদেশে থাকে। ওদের সঙ্গে স্কাইপে খেলি। ওদেরও এই স্কাইপ খেলা ভালো লাগে, কেননা খেলার জন্যে বুড়ো-বুড়ি নেই ওদের কাছে-পিঠে।ওদের সঙ্গে অবশ্য ইংরেজিতে কথা বলতে হয়, যে ইংরেজি, ওরা জানে, ইনডিয়ান, তাই আমাদের সঙ্গে ইনডিয়ান ইংরেজিতে কথা বলে ওরা।
আর খেলি আমার ফ্ল্যাটের সামনে পারিখদের দুটি বাচ্চার সঙ্গে। তাদের নাম কণক আর নীহারিকা; ছোটোটা এখনো কথা বলতে পারে না ভালো ভাবে। তবে ওরা এত দুরন্ত যে আধঘন্টা খেললেই ক্লান্ত হয়ে পড়ি। সহজে যেতে চায় না বাচ্চা দুটো।ওদের জন্যে আমরা সময় বরাদ্দ করে রেখেছি। না খেললে কেন যেন ভালো লাগে না। দিনটাকে আঁতেল-আঁতেল মনে হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন