আজকে একজন ইলেকট্রিক মিস্ত্রি এসেছিল, কলিং বেল সারাতে। যুবকটি বিহারের। আমি পাটনায় ছিলুম শুনে বিহারের অনেক গল্প করল।অনেক বিহারি যুবক মুম্বাইতে চলে এসেছিল লালু যাদবের নৈরাজত্বকালে; তারা সব থেকে গেছে। ফল আর শাকসব্জির দোকান যা পথের দুধারে দেখতে পাওয়া যায়, তার বেশির ভাগই ওদের।
তরমুজ আর পেঁপে সম্পর্কে ও একটা ভয়াবহ কারবারের কথা বলল। তরমুজের ভেতরটা যাতে লাল দেখায় তাই ওরা তরমুজে লাল রঙ গুলে ইনজেকশান দেয়!
একইভাবে, পেঁপেতে কমলা রঙ গুলে ইনজেকশান দেয়।
খদ্দের চাইলে তক্ষুনি কেটে দেখিয়ে দিতে পারে ভেতরের পাকা রঙ। ক্রেতারা বেজায় খুশি হয় !!!
তরমুজ আর পেঁপে সম্পর্কে ও একটা ভয়াবহ কারবারের কথা বলল। তরমুজের ভেতরটা যাতে লাল দেখায় তাই ওরা তরমুজে লাল রঙ গুলে ইনজেকশান দেয়!
একইভাবে, পেঁপেতে কমলা রঙ গুলে ইনজেকশান দেয়।
খদ্দের চাইলে তক্ষুনি কেটে দেখিয়ে দিতে পারে ভেতরের পাকা রঙ। ক্রেতারা বেজায় খুশি হয় !!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন