সুনামি এবং ভূমিকম্পের যৌথ আক্রমণে জাপানের আণবিক রিয়্যাক্টারে বিস্ফোরণ ঘটল। জাপান ঘোষিতভাবে আণবিক বিজ্ঞানকে শান্তির জন্যে ব্যবহার করতে চেয়েছে; অথচ সে-দেশেই ঘটল ভয়ানক বিস্ফোরণ। রাশিয়ার চেরনোবিলে অমন দুর্ঘটনা ঘটার পর কতজন যে পঙ্গু হয়ে গেছে তার হিসাব নেই। জাপানেও শেষ পর্যন্ত কত ক্ষতি হবে তার ইয়ত্তা নেই।
দেখা যাচ্ছে, শান্তির জন্যে অনু ব্যবহার অশান্তির জন্যে অনু ব্যবহারের চেয়ে বেশি ক্ষতিকর। আনবিক বোমাগুলো হয়তো কখনও কোনো রাষ্ট্রের দ্বারা প্রয়োগ হবে না। কিন্তু পৃথিবী-জুড়ে রিয়্যাক্টারগুলোয় মানুষ বা প্রকৃতির অবদানে নানা সময়ে নানা দুর্ঘটনা ঘটতে থাকবে।
জল,কয়লা, পেট্রল, অনু ছাড়া অন্য উপায় কি নেই, মানুষকে দ্রুতির স্বপ্নে মশগুল করে রাখতে ?
দেখা যাচ্ছে, শান্তির জন্যে অনু ব্যবহার অশান্তির জন্যে অনু ব্যবহারের চেয়ে বেশি ক্ষতিকর। আনবিক বোমাগুলো হয়তো কখনও কোনো রাষ্ট্রের দ্বারা প্রয়োগ হবে না। কিন্তু পৃথিবী-জুড়ে রিয়্যাক্টারগুলোয় মানুষ বা প্রকৃতির অবদানে নানা সময়ে নানা দুর্ঘটনা ঘটতে থাকবে।
জল,কয়লা, পেট্রল, অনু ছাড়া অন্য উপায় কি নেই, মানুষকে দ্রুতির স্বপ্নে মশগুল করে রাখতে ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন