এসে গেছে ঋতু বসন্ত। মুম্বাই শহরের পথের দুধারে অচেনা গাছগুলোয় রঙিন ফুল দেখা দিয়েছে। কিন্তু এই ঋতুতে আমি পরাগের অ্যালার্জিতে আক্রান্ত হই।
ফুলের দিকে তাকিয়ে, নাকে রুমাল চাপা দিয়ে পথ চলি। ডাক্তার আমাকে বডি ডিওডেরেন্ট ও পারফিউম লাগাতেও বারণ করেছেন, অ্যালার্জি থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্যে। কোনো ফুলের গন্ধ তাই শুঁকে দেখিনাকো আর।
ফুলের দিকে তাকিয়ে, নাকে রুমাল চাপা দিয়ে পথ চলি। ডাক্তার আমাকে বডি ডিওডেরেন্ট ও পারফিউম লাগাতেও বারণ করেছেন, অ্যালার্জি থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্যে। কোনো ফুলের গন্ধ তাই শুঁকে দেখিনাকো আর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন