আরব দেশগুলোয় যা ঘটছে, তাকে কী বলব ? অনেকে বলছেন গণঅভ্যুথ্থান।কিন্তু প্রতিটি আরবদেশের গণরোষ তো একই রকম বা কারণে নয় । ভারতবর্ষে বসবাস করে আরবদেশের সমাজ-রাষ্ট্র সম্পর্কে ধারণা করা কঠিন।যাকে আমরা ব্যক্তিএকক বলি, তার আস্তিত্বিক যন্ত্রণা টের পাওয়া কী সম্ভব ?
যে ভারতীয়রা গোলমালের কারণে পালিয়ে এসেছেন, তাঁদের কয়েকজনের কথাবার্তা শুনে একটা অদ্ভুত ব্যাপার জানতে পারলুম। মুম্বাইয়ের এই সব লোকগুলো শ্রমিক । তাদের রোজগার গেছে। তারা আরবদেশের সাধারণ মানুষ সম্পর্কে রুষ্ট।অর্থাৎ এতদিন সেই সব দেশে থেকেও সেখানকার মানুষের সুখ-দুঃখের অংশভাক হতে পারেনি তারা।
যে ভারতীয়রা গোলমালের কারণে পালিয়ে এসেছেন, তাঁদের কয়েকজনের কথাবার্তা শুনে একটা অদ্ভুত ব্যাপার জানতে পারলুম। মুম্বাইয়ের এই সব লোকগুলো শ্রমিক । তাদের রোজগার গেছে। তারা আরবদেশের সাধারণ মানুষ সম্পর্কে রুষ্ট।অর্থাৎ এতদিন সেই সব দেশে থেকেও সেখানকার মানুষের সুখ-দুঃখের অংশভাক হতে পারেনি তারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন