বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১১

মুম্বাইয়ের বোমা বিস্ফোরণ

কাল তিন জায়গায় বোমা বিস্ফোরণ ঘটিয়েছে কোনও সংগঠন । অনেকে মারা গেছেন। জখম হয়েছেন তার চেয়েও বেশি মানুষ। যারা এই কাজগুলো করছে তাদের উদ্দেশ্য যে ঠিক কী বুঝতে পারি না।
মুম্বাইয়ের লোকে বলছেন যে এই ধরণের বিস্ফোরণ চলতেই থাকবে, কেননা ভারতবর্ষ 'কাফের' অধ্যুষিত দেশ।

বুধবার, ১৩ জুলাই, ২০১১

বৃষ্টিতে ভারতীয় শহর

বৃষ্টিতে ভারতীয় শহরগুলো জঘন্য হয়ে ওঠে। ইউরোপের শহরগুলো এরকম নোংরা হয় না তো ! বৃষ্টির আনন্দটাই মাটি হয়ে যায় শহরে থাকলে।রবীন্দ্রনাথের সময়ে কীরকম ছিল কলকাতা শহর?