বুধবার, ৩১ আগস্ট, ২০১১

দুরুক্ষী গলি

সুবিমল বসাক ওনার সাম্প্রতিক উপন্যাসের একটা কপি পাঠিয়েছেন। নাম দুরুক্ষী গলি।বইটা স্বর্ণকারদের একটি পরিবারের কাহিনি। স্বর্ণকারদের জীবন সম্পর্কে আমার কিছুই জানা ছিল না । কত রকমের সোনার গয়না ছিল আর তাদের বিস্ময়কর নাম, সবই হারিয়ে গেছে। সুবিমল বসাকের দৌলতে কিছু নাম টিকে গেল।
বইটা আমার যা মনে হল পড়ে, সুবিমল বসাকের বাবার জীবন ও দোকান নিয়ে লেখা। দুরুক্ষী গলিতে ওদের সোনার দোকান ছিল। গোল্ড কনট্রোল অর্ডার পাশ হবার পর ওনার ব্যবসা ভয়ঙ্কর বিপদে পড়ে। দেনার দায়ে উনি আত্মহত্যা করেন। বাড়ির বড় ছেলে হওয়ায় সুবিমলকেই সংসার সামলাতে হয়েছিল।

মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১১

ঈদ ও খেজুর

১৫০ থেকে ৬০০ টাকা কিলো খেজুর এসেছে মুম্বাইয়ের বাজারে, ঈদ উপলক্ষে। এত ধরণের খেজুর হয় জানতুম না। মাহিমের ফুটপাথ ভরে গেছে ঈদের বাজারে। অন্যান্য সময়ে এত রকমের মিষ্টি আর মাংস পাওয়া যায় না।খাবার লোভে হিন্দু ক্রেতাই বেশি।

শনিবার, ২৭ আগস্ট, ২০১১

অরুণেশ ঘোষ-এর মৃত্যু

কবি, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, নাট্যকার অরুণেশ ঘোষ মারা গেলেন। পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে।সাঁতার জানতেন। তাহলে কি হার্ট অ্যাটাক হতেই, ডাঙার দিকে না এগিয়ে আরও গভীর জলের দিকে এগোলেন ? আত্মহত্যা ? উইকিপেডিয়ায় দেখলুম জলে ডুবে মৃত কবিদের সংখ্যা প্রচুর! অরুণেশ ঠিক কোন কবির কথা মাথায় রেখে জলের গভীরে নেমে গেলেন ?

শুক্রবার, ১৯ আগস্ট, ২০১১

নাতনিদের জন্য টয়লেট পেপার

নাতনিরা এসেছিল আমার মেয়ে-জামাইয়ের সঙ্গে।
বিদেশ থাকার দরুণ টয়লেট-পেপার ব্যবহারে অভ্যস্ত হয়ে গেছে ওরা। আমাদের টয়লেটে প্লামবার ডেকে টয়লেট পেপার হোলডার লাগাতে হল। নাতনিরা ফিরে গেছে মা-বাবার সঙ্গে। টয়লেট-পেপার হোলডার আর টয়লেট রোল রয়ে গেছে। ওরা আবার কত বছর পর আসবে জানি না। ওগুলো ওভাবেই থাকবে কিছুকাল!