বুধবার, ৩১ আগস্ট, ২০১১

দুরুক্ষী গলি

সুবিমল বসাক ওনার সাম্প্রতিক উপন্যাসের একটা কপি পাঠিয়েছেন। নাম দুরুক্ষী গলি।বইটা স্বর্ণকারদের একটি পরিবারের কাহিনি। স্বর্ণকারদের জীবন সম্পর্কে আমার কিছুই জানা ছিল না । কত রকমের সোনার গয়না ছিল আর তাদের বিস্ময়কর নাম, সবই হারিয়ে গেছে। সুবিমল বসাকের দৌলতে কিছু নাম টিকে গেল।
বইটা আমার যা মনে হল পড়ে, সুবিমল বসাকের বাবার জীবন ও দোকান নিয়ে লেখা। দুরুক্ষী গলিতে ওদের সোনার দোকান ছিল। গোল্ড কনট্রোল অর্ডার পাশ হবার পর ওনার ব্যবসা ভয়ঙ্কর বিপদে পড়ে। দেনার দায়ে উনি আত্মহত্যা করেন। বাড়ির বড় ছেলে হওয়ায় সুবিমলকেই সংসার সামলাতে হয়েছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন