রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১১

প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার [STARK ELECTRIC JESUS] ইংরেজি অনুবাদের প্রথম সংস্করণ

প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার কবিতাটির ইংরেজি অনুবাদ ভূমিকাসহ প্রকাশ করেছিলেন অধ্যাপক হাওয়ার্ড ম্যাককর্ড, ট্রাইবাল প্রেস থেকে। জনৈক শুভার্থী জানিয়েছেন যে অ্যামাজন ডট কমে বইটি পাওয়া যাচ্ছেদুশো পঞ্চাশ ডলারে!
গুগল খুঁজে দেখলুম সত্যিই তাই। ২৫০ ডলার!! ভারতীয় টাকায় কত হয় ? ভেবে চিন্তা গুলিয়ে গেল।

শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১১

মিশরের কবি তামিম-আল-বারঘুতি

মিশরের তরুণ কবি তামিম-আল-বারঘুতির কবিতা অনুবাদ করলুম, এবাদুল হকের 'আবার এসেছি ফিরে' পত্রিকার জন্য। তামিমের মা ছিলেন মিশরের ঔপন্যাসিক আর বাবা ছিলেন প্যালেসটাইনের কবি। হোসনি মুবারক ওনাদের দুজনকেই দেশ থেকে নির্বাসন করেছিলেন সরকার-বিরোধী লেখালিখির কারণে। তামিমও তাঁর কবিতায় আরবদেশগুলোর একনায়কতন্ত্রের বিরুদ্ধে ভাব প্রকাশ করছিলেন। নতিনি খ্যাতি পান তাহরির স্কোয়্যারে তাঁর কবিতা পঠিত হবার পর। তারপর থেকে বিভিন্ন আরবদেশে, যেখানে জনগণ বিদ্রোহ করেছেন, তামিমের কবিতা পড়িত হচ্ছে। তামিম নিজেও পড়ছেন সেই জনগণের মাঝে।

বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১১

প্রেমের গল্প

গল্প বা উপন্যাসে প্রেমিক-প্রেমিকার বয়স অনুমান করে নেয়া হয়---তারা মোটামুটি কুড়ি থেকে চল্লিশের মধ্যে হবে।সংবাদপত্রে যে খবরগুলো পড়ি, তা থেকে মনে হচ্ছে যে বয়ঃসন্ধির বয়স কমে আট-নয় বছর হয়ে গেছে মূলত খাদ্যবস্তুর রাসায়নিক প্রক্রিয়ায়।অর্থাৎ যৌনতার উন্মেষ ঘটছে আট-নয় বছর বয়সেই এবং তারা যৌনকর্মে লিপ্ত হচ্ছে।অধিকাংশ ফাস্ট ফুডে এবং চাষবাসে যা রাসায়নিক প্রয়োগ করা হচ্ছে তাতে হরমোনে পরিবর্তন ঘটছে ওই কম বয়সেই। পারস্পরিক সম্পর্ক কেবল 'টাচ অ্যান্ড ফিল'-এ সীমাবদ্ধ থাকছেনা।মুম্বাইয়ের ওষুধের দোকানগুলোয় 'নাইট আফটার পিল' কিনছে আট-নয় বছর বয়সের মেয়েরা---যারা এখনও টিনএজার হয়নি---যারা 'প্রিটিন'।
গল্প-কাহিনীতে এই বয়সী ছেলে-মেয়েদের এখনও প্রেমিক-প্রেমিকার চরিত্র না দেয়ার কারণ, আমার মনে হয় যে লেখকরা সময়ের গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছেন না।
যাঁরা বয়স্ক, অর্থাৎ ষাট পেরিয়েছেন, তাঁদের মধ্যেও পরিবর্তন এসেছে। বহু বিবাহবিচ্ছেদ ঘটছে মুম্বাইতে, এইজন্য যে সিনিয়র সিটিজেনরা আবার প্রেমে পড়ছেন বা যৌন সংসর্গে লিপ্ত হচ্ছেন। যাঁরা ধনী, এবং মুম্বাইতে এঁদের সংখ্যা কম নয়, সেই ধনী বয়স্কদের জন্য গজিয়ে উঠেছে বহু সংস্হা, যেগুলো বলিউডের ছোট অভিনেত্রী বা মডেল সরবরাহ করে। বয়স্ক মহিলারা কম বয়সী সঙ্গীর দিকে ঝুঁকছেন এবং এই কম বয়সী সঙ্গীদের বলা হচ্ছে 'টয়বয়'।ভারতের অন্যান্য শহরেও কি এই ধরণের পরিবর্তন ঘটছে না ?