শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১১

মিশরের কবি তামিম-আল-বারঘুতি

মিশরের তরুণ কবি তামিম-আল-বারঘুতির কবিতা অনুবাদ করলুম, এবাদুল হকের 'আবার এসেছি ফিরে' পত্রিকার জন্য। তামিমের মা ছিলেন মিশরের ঔপন্যাসিক আর বাবা ছিলেন প্যালেসটাইনের কবি। হোসনি মুবারক ওনাদের দুজনকেই দেশ থেকে নির্বাসন করেছিলেন সরকার-বিরোধী লেখালিখির কারণে। তামিমও তাঁর কবিতায় আরবদেশগুলোর একনায়কতন্ত্রের বিরুদ্ধে ভাব প্রকাশ করছিলেন। নতিনি খ্যাতি পান তাহরির স্কোয়্যারে তাঁর কবিতা পঠিত হবার পর। তারপর থেকে বিভিন্ন আরবদেশে, যেখানে জনগণ বিদ্রোহ করেছেন, তামিমের কবিতা পড়িত হচ্ছে। তামিম নিজেও পড়ছেন সেই জনগণের মাঝে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন