শুক্রবার, ১ এপ্রিল, ২০১১

হিন্দি টিভি সিরিয়ালে ভারতীয় সংস্কৃতি

হিন্দি টিভি সিরিয়ালগুলোর গল্পে বিয়ে এবং অন্যান্য অনুষ্ঠান প্রসারিত হবার ফলে বিভিন্ন প্রদেশ ও অনুস্তরীয় সম্প্রদায়ের আচার আচরণ দেখার সুযোগ ঘটছে।তার ফলে বেশ মিশ্রণও ঘটছে। একদিক থেকে ভালোই। ইভেন্ট ম্যানেজাররা জেনে নিচ্ছেন কী-কী আচার আচরণ চাই, এবং সেই মত ব্যবস্হা করছেন। মন্দ নয়। বাঙালির শাঁখ বাজছে, কনে শাঁখা-রুলি পরছে, অথচ মেয়েটি পাঞ্জাবি বা উত্তরপ্রদেশীয়। নাচানাচি চলছে বাঙালিদের বিয়েতে, বলিউডি স্টাইলে।আর খাওয়া-দাওয়ার তো একটা সর্বভারতীয় মেনু তৈরি হয়েই গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন