শনিবার, ১১ জুন, ২০১১

ইনটারনেটে স্বাধীনতা

ইনটারনেটে স্বাধীনতার ব্যাপারে এসটোনিয়া ১ম, ভারতবর্ষ ১৪তম, যখন কিনা নাইজেরিয়া ১৩তম। কিউবায় ইনটারনেটে স্বাধীনতা আছে, কিন্তু সার্ভারকে এমন স্লো করে রাখা যে গুগল সার্চ বোতাম টিপলে এক ঘন্টায় খোলে। ব্লগ পোস্ট করতে চাইলে সকালেরটা বিকালে পোস্ট হয়। আরব দেশগুলোয়  অবশ্য কোনও স্বাধীনতা নেই; একেবারেই নেই ইরানে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন