রবিবার, ৪ নভেম্বর, ২০১৮

কমল চক্রবর্তীর ক্ষোভ





































কমল চক্রবর্তী দৈনিক প্রতিদিনে লিখেছেন যে আমার আর অরুণেশের কাব্যগ্রন্হ কৌরব থেকে প্রকাশ করেছিলেন তবু আমাদের ব্যবহার বেদনার । আসলে আমাদের মন খারাপ হয়ে গিয়েছিল বইগুলো অত্যন্ত বাজে নিউজপ্রিন্টে ছাপাবার জন্য । বইয়ের মলাটও ছিল নিম্নমানের । অথচ কমল চক্রবর্তী এবং কৌরবের অন্য সদস্যদের বইগুলোর প্রোডাকশান ছিল অসাধারণ । তিনি মূলত পঞ্চাশ দশকের কবিদের সান্নিধ্য চেয়েছেন, যাঁরা ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার । কমল চক্রবর্তীর আশ্রম ভালোপাহাড়ে তাই যাইনি কখনও ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন