শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

হাসনাত আবদুল হাই : মলয় রায়চৌধুরীর উপন্যাস 'ডুবজলে যেটুকু প্রশ্বাস'

 হাসনাত আবদুল হাই : মলয় রায়চৌধুরীর উপন্যাস ‘ডুবজলে যেটুকু প্রশ্বাস’


মলয় রায়চৌধুরীর লেখক হিসাবে যে খ্যাতি- অখ্যাতি,তার প্রায় সবটাই কবিতা লেখা নিয়ে। প্রথাবিরোধী কবিতা লেখার জন্য তাকে আসামী হয়ে জেলে যেতে হয়েছে,অশ্লীলতার  অভিযোগ থেকে অব্যাহতি পেতে মামলা লড়তে হয়েছে দীর্ঘ সময়। কিন্তু বৈরি পরিবেশ তাঁকে স্বকীয়তা বিসর্জন দিয়ে প্রচলিত পথে যেতে বাধ্য করতে পারে নি,যা সঠিক মনে করেছেন সেই ভাবেই লিখে গিয়েছেন আজীবন।

 

মলয় রায়চৌধুরীর লেখার যা আমাকে আকৃষ্ট করে তা হল তাঁর গদ্য,বিশেষ করে গল্প ও উপন্যাস।কথা- সাহিত্যে তিনি নিম্নবর্গের মানুষদের কথা বলিয়েছেন নিম্ন মধ্যবিত্তের জবানীতে।এটা করতে গিয়ে যে ভাষা তিনি ব্যবহার করেছেন তা জীবন- ঘনিষ্ট এবং তাঁর স্বকীয়তায় বিশিষ্ট। এমন গদ্য শুধু কাহিনীকে সহজে বিশ্বাস্যোগ্য করে তোলে না, একই সঙ্গে ভাষার অমিত শক্তির কথা বলে।শুধু গদ্যের জন্যই তাঁর গল্প- উপন্যাস পড়ে মনে হয় একটা অনাস্বাদিত আনন্দ লাভ হল।

'ডুবজলে যেটুকু প্রশ্বাস' এমনই একটি উপন্যাস,যা একবার পড়ার পর আবার পড়তে ইচ্ছে করবে,বিশেষ করে  লেখকদের । তাঁর কবিতা সম্বন্ধে বলতে পারব না,কিন্তু গদ্য পড়ার পর মনে হয়েছে তিনি  'লেখকদের লেখক'।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন