সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮

প্রিয় মলয়

মলয় রায়চৌধুরী
প্রিয় মলয়
প্রিয় মলয়
এই যে শাসকেরা, এরা কি আপনার আত্মীয় ?
কেন এরা আপনার জন্য নিয়ম-আইন লেখে ?
আপনি কী করবেন, কী খাবেন, কী পরবেন
তারা তার লক্ষ্মণরেখা টেনে দেবে ?
প্রিয় মলয়
এই যে শাসকেরা, এরা কখনও আপনার বাড়ির লোকেদের
দায়িত্ব নিয়েছে ? আপনার মা যখন হাসপাতালে
এরা কি খবর নিয়েছে ? তাহলে কেনই বা শাসন ?
আপনার শুধু আদর্শ আছে যা আর কারোর কোনো
কাজেই লাগে না ?
প্রিয় মলয়
চারিদিকে দেখছেন দেশে-দেশে কতো রকমের জ্ঞানীগুণিদের
মূর্তিগুলো ধ্বসানো হচ্ছে । তারা তো এককালে
নিজেদের আদর্শের উড়িয়েছিল ধ্বজা
কতো লোকে গাদাগাদি ভিড়ে তাহাদের সাবাশি দিয়েছে
আজ কেন লুটোচ্ছে মাটিতে !
প্রিয় মলয়
প্রতিটি আদর্শবাদীর এরকম দশা হয় কেন
প্রতিটি আদর্শের শেষ গতি উইখাওয়া পুঁথি
তবুও শাসকেরা আসে তাদের লক্ষ্মণরেখা নিয়ে
অন্যের আদর্শকে গণ্ডিবদ্ধ করে হাপিশ করবে বলে
প্রিয় মলয়
এটা কি চলে আসছে ডায়নোসরের দিন থেকে
তাদের আদর্শের হাড়গোড় আজ পাথরে পালটেছে
সবার আদর্শই তার মানে একদিন পাথরে পালটায়
মাটি খুঁড়ে গবেষকদের দল সেসব আবর্জনা নিয়ে গবেষণা করে
শাসকেরা আসে আর চলে যায় আসে আর যায়
প্রিয় মলয়
আদর্শও আসে আর যায় আসে আর যায় আসে আর যায়
যাবার আগে তারা কিছুকিঞ্চিৎ রক্তপাত করে
নয়তো লোকে ভুলে যাবে আদর্শ নামে কিছু ছিল
অমুক মগজ থেকে নেমেছিল আদর্শ-শাসকের
অম্ল-পিত্ত-কফ










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন