বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১১

ফাদার হিলম্যান

সিস্টার আইরিনকে মনে পড়ায়, ফাদার হিলম্যানকেও মনে পড়ে গেল। সেন্ট জোসেফ'স কনভেন্টে প্রতি বৃহস্পতিবার চার্চে বাইবেল ক্লাস হত; ক্লাস নিতেন হাদার হিলম্যান। জার্মান ছিলেন, জার্মান অথচ ক্যাথলিক। ওনার কাছ থেকেই নিউ টেস্টামেন্টের গল্পগুলো জেনেছিলুম।চার্চে হাতজোড় করার সময় বুড়ো আঙুলের ওপর বুড়ো আঙুল রেখে ক্রুশচিহ্ণ তৈরি করতে হত।হল্যাণ্ডে গিয়ে দেখলুম লোকে গির্জায় বিশেষ যায় না, রবিবারেও। ধর্ম থেকে ব্যক্তি-মানুষ ইউরোপে মুক্ত হয়ে চলেছে কী ?
ফাদার হিলম্যান আর সিস্টার আইরিন কোথায় গেলেন শেষাবধি জানি না, কেননা দেশ স্বাধীন হল আর আমি ব্রাহ্ম স্কুলে ভর্তি হলুম, ক্লাস ফোরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন