শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১১

বাংলা উইকিপেডিয়ার সম্পাদকরা কি সবাই আমেরিকায় থাকেন ?

ইংরেজি উইকিপেডিয়ার যাঁরা সম্পাদনা করেন তাঁরা প্রতিটি পৃষ্ঠায় তাঁদের অবদান রেখে যান আরো বেশি তথ্য যোগ করে; প্রতিনিয়ত তথ্য ও ফোটো যোগ করে পৃষ্ঠাগুলোকে সমৃদ্ধ করার চেষ্টা করেন। বাংলা উইকিপেডিয়ের পৃষ্ঠা কারা সম্পাদনা করেন জানি না। তাঁদের সম্পাদনার নমুনা দেখে মনে হয় তাঁরাও আমেরিকা-ইউরোপে থাকেন। তাঁরা সদা-সর্বদা চেষ্টা করেন কী করে তথ্য বাদ দেবেন; নিজেরা তাঁরা কোনো অবদান রাখেন না।
ফালগুনী রায় তাঁর নাম ফাল্গুনী লিখতেন না; ফালগুনী লিখতেন। উইকিপেডিয়ার সম্পাদকগণ তাঁকে ফাল্গুনী করে দিয়েছেন, এবং সেই সঙ্গে ফালগুনীর পৃষ্ঠা থেকে বহু তথ্য বাদ দিয়ে দিয়েছেন ! ঢাকা এবং বাংলাদেশের অন্যান্য শহরের কয়েকজন কবি তাঁদের ব্লগে ফালগুনীর রচনা অন্তর্ভুক্ত করে চলেছেন বহুকাল যাবৎ। উইকিপেডিয়ার সম্পাদকরা বোধহয় সেসব দেখেন না। তাঁরা যে ঠিক কী চাইছেন তা ঠাহর করা কঠিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন