বুধবার, ১১ মে, ২০১১

সংবাদপত্রহীন বা মিডিয়াহীন সমাজ

প্রিন্ট ও বৈদ্যুতিন মাধ্যমে এমন অভ্যস্ত হয়ে গেছি যে খবর ছাড়া বেশ অসুবিধা হয় দেখি। সিরিয়া, লিবিয়া, টিউনিসিয়া, মিশর ইত্যাদি দেশগুলোয় খবর ছিল সরকারি নিয়ন্ত্রণে । আমাদের সমাজে সরকারি নিয়ন্ত্রণে মিডিয়া থাকলে শ্বাসরুদ্ধ হয়ে উঠবে সবাই, এমনকি যাঁরা নিরক্ষর তাঁরাও। আরবদেশের জনগণ যে বিরক্ত হয়ে উঠেছেন তার কারণ ওই শ্বাসরুদ্ধকর সমাজব্যবস্হা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন