বুধবার, ২৫ মে, ২০১১

সুপার ৩০

বিহারে প্রতি বছর বিভিন্ন ধর্মের নিম্নবর্গীয় গরিব তিরিশজন ছাত্রছাত্রীকে বাছাই করে শিক্ষণ শিবির হয় যাতে তারা আইআইটি-জেইই পরীক্ষায় সফল হতে পারে। প্রায় সবাই সফল হয় । পশ্চিমবঙ্গে কি এই একই ধরনের কাজ শুরু করা যায় না ? কোনো শিক্ষাবিদকে বিহারে পাঠিয়ে সম্পূর্ণ প্রক্রিয়াটা জেনে এসে পশ্চিমবঙ্গেও শুরু করা হোক না। বহু গরিব পরিবার তো বুদ্ধিমান ছেলেমেয়েদের তৈরিই করতে পারে না পরীক্ষাটির জন্য, টাকা-পয়সা ও গাইডেন্সের অভাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন