মঙ্গলবার, ১৭ মে, ২০১১

৩৪ বছর পর একদিন

হেরে গেল বামফ্রন্ট। এবং , সম্ভবত বামফ্রন্ট জিতিয়ে দিল তৃণমূলকে। জনগণ হাত জোড় করে বসে আছেন। কী হবে ? আমার মনে হয় নীতিশ কুমার যখন পেরেছেন তখন মমতাও পারবেন। তবে নীতিশ কুমার সঠিক আই এ এস অফিসার নির্বাচন করেছেন ; আই এ এসদের মধ্যে বহু বিহারি আছে। মমতা কোথা থেকে আনবেন তাঁর আই এ এসদের ? প্রাথমিকস্তরে ইংরেজি তুলে দেবার ফলে এবং স্কুল কলেজগুলো পার্টির নিম্নমেধার দলচারীদের দখলে চলে যাওয়ায়, পশ্চিমবঙ্গে সফল আই এ এস নগণ্য। যাহোক, হেরে যাবার দরুণ বামপন্হীদের ভাবনাচিন্তায় মনে হয় ফলপ্রসূ রদবদল আসবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন