বৃহস্পতিবার, ২৬ মে, ২০১১

রাষ্ট্রধর্ম

রাষ্ট্রের কি করে ধর্ম হয়, এটা আমি বুঝে উঠতে পারিনি। তাহলে তো হাওয়া, আলো, কুকুর, বিড়াল, জল, অন্ধকার, শবদেহ, বাঁশঝাড়, পুকুরের পানা, গাছের ছায়া ইত্যাদি সবকিছুরই ধর্ম হয়, নয়কি ? মানে, মানুষ যাকে ধর্ম বলে মনে করে সেই বস্তুটি। যে-কয়টা রাষ্ট্র একটা ধর্মকে বাছাই করে রাষ্ট্রধর্ম করে ফেলেছে, দেখা যাচ্ছে ধর্ম ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে সেই রাষ্ট্রের 'লায়াবিলিটি'; ওই ধর্মটিই শেষাবধি ডুবিয়েছে রাষ্ট্রটিকে এবং অশেষ দুঃখ এনেছে সেখানকার লোকেদের জীবনে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন