বুধবার, ৪ মে, ২০১১

আবসাঁথ

নেদারল্যান্ডসে গিয়ে প্রধান প্রাপ্তি ছিল আবসাঁথ পান। রেঁবো, বদল্যার প্রমুখ কবিরা, তাঁদের জীবনীকারদের মতে, আবসাঁথ খেয়ে যে ঘোরের মধ্যে চলে যেতেন, তাতে কবিতা লেখার জন্য এক অজানা জগত খুলে যেত ওনাদের মগজে।
আমার বিহারি ঠররা, কলকাতিয়া ধেনো বা বাংলা, বা লখনভি সোমরস খাওয়া মগজে বিশেষ কোনো তারতম্য পেলুম না। তার চেয়ে এল এস ডি খেয়ে বা নেপালে চরস খেয়ে বরং মগজ খোলতাই হয়েছিল।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন